Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

দিনাজপুর জেলা শহর হতে প্রায় ০৮ কি:মি পশ্চিমে উপজেলার বিরল পৌর-শহরের প্রাণকেন্দ্রে ০৫নং বিরল ইউনিয়ন পরিষদটি অবস্থিত। এর উত্তরে ০৩নং ধামইর ইউপি, দক্ষিণে ১০নং রাণীপুকুর ইউপি, পূর্বে ০৭নং বিজোড়া ইউপি, উত্তর-পশ্চিমে ০৪নং শহরগ্রাম ও ০৬নং ভান্ডারা ইউপি। বিরল ইউনিয়নে মোট ২৬টি মৌজা আছে। বর্তমানে কিছু গ্রাম নতুন ঘোষিত পৌরসভা অর্ন্তভূক্ত হয়েছে।  

 

যাহার মাধ্যমে আসবেন:

অটোবাইকঃ 

দিনাজপুর শহরের বালুয়াডাংগা হতে অটোবাইক ২০/-টাকা।

দিনাজপুর শহরের বাহাদুর বাজার মোড় হতে অটোবাইক ৩০/-টাকা।

 

রিকসাযোগাযোগঃ

দিনাজপুর শহরের বালুয়াডাংগা হতে রিকসাযোগে ২০/-টাকা।

দিনাজপুর শহরের বাহাদুর বাজার মোড় হতে রিকসাযোগে ৩০/-টাকা।

 

রাস্তা ও সড়কের পরিমানঃ- ৫২ (SQ) কি: মি:

  • পাকা রাস্তা: ২০ কিঃ মিঃ।
  • আধা পাকা: ১০ কি: মিঃ।
  • কাঁচা রাস্তা: ২২ কিঃ মিঃ ।