Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন পরিষদ

০৫নং বিরল ইউনিয়ন পরিষদ

বিরল, দিনাজপুর।

 

দিনাজপুর জেলা শহর হতে প্রায় ০৮ কি:মি পশ্চিমে উপজেলার বিরল পৌর-শহরের প্রাণকেন্দ্রে ০৫নং বিরল ইউনিয়ন পরিষদটি অবস্থিত। এর উত্তরে ০৩নং ধামইর ইউপি, দক্ষিণে ১০নং রাণীপুকুর ইউপি, পূর্বে ০৭নং বিজোড়া ইউপি, উত্তর-পশ্চিমে ০৪নং শহরগ্রাম ও ০৬নং ভান্ডারা ইউপি। বিরল ইউনিয়নে মোট ২৬টি মৌজা আছে। বর্তমানে কিছু গ্রাম নতুন ঘোষিত পৌরসভা অর্ন্তভূক্ত হয়েছে।  

 

০১। নাম: ০৫নং বিরল ইউনিয়ন পরিষদ।

০২। ০৫নং বিরল ইউনিয়ন পরিষদ স্থাপন ১৯৬৪ইং (আনুমানিক)।

০৩। আয়তন: ৩৪.৭০ (বর্গ) কি:মি:।

০৪। মোট জমি: ৩ হাজার ৭৯৬ হেক্টর।

০৫। কৃষি আবাদী জমির পরিমাণ: ৩ হাজার ১০০ হেক্টর।

০৬। বিরল ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা: বিরল ইউনিয়নে ১৭ কিলোমিটার পাকা রাস্তা ৩০ কিলোমিটার কাঁচা রাস্তা আছে।

০৭। সর্বমোট লোক সংখ্যা ১৯ হাজার ৬৩৭ জন (২০১১ সালে আদমশুমারী অনুযায়ী)।

০৮। গ্রামের সংখ্যা: ২১টি।

০৯। মৌজার সংখ্যা: ২১টি।

১০।  হাট বাজার সংখ্যা: ০২টি।

১১। দিনাজপুর থেকে যোগাযোগ মাধ্যম: অটো/রিক্সা/টেম্পু/ভেন।

১২। শিক্ষার হার: ৪৬.০০% (২০১১ সালে আদমশুমারী অনুযায়ী)।

১৩। সরকারী প্রাথমিক বিদ্যালয়: ১৪টি।

১৪। বে-সরকারী রেজি: প্রাথমিক বিদ্যালয়: ০১টি।

১৫। কিন্ডার গার্টেন স্কুল: ০২টি।

১৬। উচ্চ বিদ্যালয়: ০৩টি।

১৭। মাদ্রাসা: ০১টি।

১৮। বর্তমান চেয়ারম্যান: মোঃ মারুফ হোসেন।

১৯। ডাকঘর: ০১টি।

২০। কমিউনিটি ক্লিনিক: ০১টি।

২১। স্বাস্থ্য কেন্দ্র: ০১টি।

২২। এতিমখানা: ০২টি।

২৩। ঈদ গাঁ: ১০টি।

২৪। ইউপি ভবন স্থাপন কাল: ১৯৬৪ইং সাল।

২৫। কবর স্থান: ২১টি।

২৬। শশ্মান ঘাট: ০৪টি।

 

২৭। পরিষদের বিবরণ:

            (ক) শপথ গ্রহণের তারিখ: ১৬/০৫/২০২৪ইং।

            (খ) প্রথম সভার তারিখ: ১৬/০৫/২০২৪ইং।

 

২৮। গ্রাম সমূহের নাম:

            দূর্গাপুর, বুজরুক বাসুদেবপুর, করলা, পঁচাকান্দর, ছোট তিলাইন, বিনোদপুর, মাধববাটী, পূর্ব মহেশপুর, রবিপুর,

            সাবইল, দক্ষিণ রামচন্দ্রপুর, চক সিমানা, ভাটপাড়া, পুরিয়া, ভরতপুর, বিরল আংশিক, দরবারপুর, দুলহরী,

            নরোত্তমপুর, আলীপুর, মোখলেশপুর।

 

২৯। ইউনিয়ন পরিষদ জনবল:

            ০১। নির্বাচিত পরিষদ: ১৩ জন।

            ০২। ইউনিয়ন পরিষদ সচিব: ০১ জন।

            ০৩। হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর: ০১ জন।

            ০৪। ইউনিয়ন গ্রাম পুলিশ: ১০ জন।

 

৩০। উদ্যোক্তাগণ:

            ০১। পুরুষ ০১ জন।

            ০২। মহিলা ০১ জন।

            মোট ০২ জন।