জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে ০৫নং বিরল ইউনিয়ন পরিষদে ওয়ার্ড ভিত্তিক জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্যাম্পেইন শুরু হয়েছে।
আজ সোমবার (০৩ অক্টোবর) দিনব্যাপী ক্যাম্পেইনে অত্র ইউনিয়নের ০১, ০২, ০৩ ও ০৫নং ওয়ার্ডের সাধারণ মানুষের সচেতনতা ও জন্ম-মৃত্যু নিবন্ধনে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় অত্র ইউনিয়নের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর তরিকুল ইসলাম, উদ্যোক্তা জেড.আই জহির, বিভিন্ন ওয়ার্ডের সদস্য-সদস্যা’সহ অত্র ওয়ার্ডের গ্রাম্য-পুলিশ’গণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ০৬ অক্টোবর (বৃহস্পতিবার) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ পালিত হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সহিত পালনের জন্য এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা জাগরুককরণ ও জন্ম-মৃত্যু নিবন্ধনে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভিন্ন প্রচার ও প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে দেশের সকল নাগরিকের মাঝে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সচেতনতা এবং জন্ম ও মৃত্যু ৪৫ দিনের মধ্যে নিবন্ধনের হার বৃদ্ধি পাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস